1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামে এন্ট্রিসিপেটোরী এ্যাকশন ফর ল্যাণ্ডস্লাইড বিষয়ক প্রকল্প কর্মীদের বুনিয়াদি প্রশিক্ষণ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে সেভ দ্য চিলড্রেন, রাইমস, ইপসা এবং আশিকা
বাস্তবায়িত “ECHO HIP- Anticipatory action for landslides causing Displacement for communities in Chattogram in Bangladesh ” প্রকল্পের উদ্যোগে এন্ট্রিসিপেটোরী এ্যাকশন ফর ল্যাণ্ডস্লাইড বিষয়ক প্রকল্প কর্মীদের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৮ অক্টোবর (সোমবার) নগরীর হোটেল পেনিনসুলায় ৩ দিনব্যাপী ( ২৮-৩০/১০/২০২৪) প্রকল্প কর্মীদের বুনিয়াদি  প্রশিক্ষণ (Staff Foundation training)  ‘র উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন – ইপসার পরিচালক ( সামাজিক উন্নয়ন)  মিসেস নাছিম বানু, অনলাইনে যুক্ত হয়ে সেভ দ্য চিলড্রেন  ‘র কৌশলগত অবস্থান, প্রত্যাশিত কার্যক্রম ও ফলাফল সম্পর্কিত আলোকপাত করেন সেভ দ্য চিলড্রেন পরিচালক (হিউম্যানিটেরিয়ান) মো. মোস্তাক হোসাইন, উক্ত প্রশিক্ষণে ECHO-HIP Anticipatory action for landslides প্রকল্প সম্পর্কিত ধারণা, বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো , বাংলাদেশের প্রেক্ষাপটে  আগাম প্রস্তুতি কর্মের বর্তমান অবস্থান ও প্রসঙ্গ বিশ্লেষণ, ট্রিগার ভিত্তিক প্রান্তিক উন্নয়ন, মানবিক কর্মে প্রয়োগ এবং অনুশীলন, কমিউনিকেশন,  ব্র্যান্ডিং এণ্ড ভিজিবিলিটি,  প্রকল্পের হস্তক্ষেপের জন্য কার্যকর  টুলকিট, সম্মতি সুরক্ষিত কার্যক্রম, পূর্ব সতর্কতা মূলক প্রোটোকল, প্রভাব ভিত্তিক পূর্বাভাস, কার্যকরী আগাম সতর্কীকরণ  ব্যবস্থা, ট্রিগার এবং থ্রেশহোল্ডের প্রক্রিয়া, পাহাড়ধস আগাম কর্ম জাতীয় প্রোটোকল ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা ও আলোচনায়
অংশগ্রহণ করছেন যথাক্রমে RIMES কান্ট্রি লিড মো. রাইহানুন হক,  ক্লাইমেট সার্ভিস এক্সপার্ট আসিফ উদ্দিন নুর,  সেভ দ্য চিলড্রেন সিনিয়র ম্যানেজার সায়মন রহমান,  আশফাক জামান, আসাদুজ্জামান খাঁন,  জাকিয়া হক,  ফাতেমা মেহেরুন্নেছা তানি,  আজমল হোসেন,  টেকনিক্যাল স্পেশালিষ্ট মোকাদ্দেসা কাদেরী,  ডেপুটি ম্যানেজার সিঁদুল একান্ত দে,  সেভ দ্য চিলড্রেন আবু তৈয়ব,  অনিন্দিতা ঘোষ প্রমুখ। ৩০ অক্টোবর প্রশিক্ষণ সমাপনী আলোচনায় অংশগ্রহণ করবেন সেভ দ্য চিলড্রেন পরিচালক ( প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটি) রিফাত বিন সাত্তার। প্রসঙ্গত প্রশিক্ষণটি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতার অগ্রগতি হিসাবে কাজ করবে। পাশাপাশি প্রকল্পটির প্রযুক্তিগত উদ্ভাবন ভিত্তিক কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিশদ ভাবে জানতে ও বাস্তবায়ন করতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com