সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাদ্রাসা রোড যুব সমাজের উদ্দ্যোগে ১ দিন ব্যাপী ৬ষ্ঠ ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী (৩০ অক্টোবর) বুধবার প্রত্যহ বেলা দুই ঘটিকা হতে ছোট কুমিরা মাদ্রাসা রোড যুব সমাজের ব্যাবস্তাপনায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নস্থ মাষ্টার বাড়ির ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে তাকরীর পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের আইকন,খ্যাতিমান ইসলামিক স্কলার, প্রখ্যাত শায়েখ সাইয়্যেদ মাখদুম শাহ আল মাদানী(মা:জি:আ) এতে বিভিন্ন প্রখ্যাত আলেম ওলামা, পীর মশায়েখ গণ তাকবির পেশ করবেন। সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ছোট কুমিরা মাষ্টার বাড়ি ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী(সা:)উদযাপন উপলক্ষে মাহফিলটির জনপ্রিয়তা ও গুরুত্ব সর্বসাধারণের নিকট সমাদৃত। যার কারণে এই মাহফিল টি শ্রবণের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণতে থাকেন। তাছাড়া উপজেলার ছোট কুমিরা মাষ্টার বাড়ির ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল টা বর্তমান সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্ব বৃহৎ মাহফিল হিসেবে পরিণত হয়েছে। মাহফিলটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলোর মধ্যে সীমাবদ্ধ নেই শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রামের বাহিরে থেকে এমনকি বিভিন্ন, দূর দূরান্ত থেকেও অনেক মানুষজন এই মাহফিলে এসে থাকেন। তারা আসেন কুরআনের টানে, দ্বীনের নিসবতে, ঈমানী নিসবতে। এ দৃশ্য, এ মানযার চলে আসছে বহু বছর ধরেই। আর এ কারণেই ছোট কুমিরা মাদ্রাসা রোড যুব সমাজের উদ্যোগে মাহফিলটি সীতাকুণ্ডের একটি ধর্মীয় ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।