1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

অভাবনীয়’ এক জয় বাদে? শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করার আশা বাংলাদেশের ছিল। তবে সেটা এভাবে, এত বড় ব্যবধানে হবে; তা কি আপনি ভেবেছিলেন? বাংলাদেশ শেষ ম্যাচে তাই করে দেখিয়েছে। ব্যাট হাতে ১৮৯ রান তুলেছে ৭ উইকেট খুইয়ে। এরপর বল হাতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছে ১০৯ রানেই। আর তাতে হাতে এসে ধরা দিয়েছে ৮০ রানের বিশাল এক জয়, সঙ্গে ক্যারিবীয়দেরকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের সাধটাও পূরণ হলো লিটন দাসের দলের।

দলের এমন বিশাল জয় সম্ভব হয়েছে জাকের আলী অনিকের কল্যাণে। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসই মূলত বাংলাদেশকে চলতি বছর তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পাইয়ে দেয়। তার দিনটা অবশ্য ঘটনাবহুলই ছিল বেশ। নিজের ইনিংসের শুরুতে প্রশংসায় ভেসেছেন স্পোর্টসম্যানশিপের নজির দেখিয়ে। ওবেদ ম্যাকয় ডিপ অঞ্চলে চোট পেয়েছিলেন, তখন সুযোগ ছিল একটা বাড়তি রান নেওয়ার, তবে প্রতিপক্ষের চোটের কথা ভেবে সে সুযোগটা নেননি তিনি। ধারাভাষ্যকক্ষে তখন বেশ তারিফ হয় এই কাজের।

এরপর শামীম পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় তার। ‘রান আউট’ ভেবে তিনি সাঝঘরে চলেই গিয়েছিলেন। এরপরও থার্ড আম্পায়ার তাকে মাঠে আনেন, কারণ রিপ্লেতে দেখা যায় তিনি নন, আউট হয়েছেন শামীম। ১৫তম ওভারে আবারও ভুল বোঝাবুঝি হলো তার সঙ্গে, এবার ওপাশে ছিলেন শেখ মাহেদী। রান আউট হন তিনিও। দুটো ‘পাপের’ প্রায়শ্চিত্ত জাকের করেন এরপর। একে একে ছয়টা ছক্কা হাঁকিয়েছেন শামীম-মাহেদীর বিদায়ের পর। তার দুটো ছক্কায় আবার বলই হারিয়ে ফেলেছেন রীতিমতো।

তিনি যখন উইকেটে এসেছেন, তখন দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা নড়বড়ে অবস্থানে ছিল। ২১ বলে ৩৯ রান করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া পারভেজ হোসেন ইমন বিদায় নিয়েছেন কিছু আগে, এরপরও তানজিদ হাসান তামিমও বিদায় নিয়েছেন। সেখান থেকে দলকে টেনে তুলতে কিছুটা সময়ের জন্য খোলসে ঢুকে ছিলেন জাকের। শুরুর দিকের ধীরগতি, তার পর ওই দুই রানআউট। জাকেরের দেনা বেড়ে গিয়েছিল অনেক গুণে। তবে সেটা শোধ করেছেন শেষ দিকে। শেষ ২২ বলে তিনি তুলেছেন ৫৪ রান। আর তাতে ভর করেই বাংলাদেশ তাদের ইনিংস শেষ করে ১৮৯ রান তুলে।

বোলাররা এর আগে চলতি সিরিজে আরও কম রানও ডিফেন্ড করেছেন স্বাচ্ছন্দ্যে। সেটা আজ বড় পুঁজি পেয়ে ভুলে গেলেন না কেউই। তাসকিন আহমেদ ব্রেক থ্রু এনে দিলেন ‘বানি’ ব্রেন্ডন কিংকে ফিরিয়ে। এরপর পুরো সিরিজে বল হাতে বড় ভরসা হয়ে ওঠা শেখ মাহেদীও তার আঁটসাঁট বোলিংয়ে ফিরিয়েছেন অভিষিক্ত জাস্টিন গ্রিভস আর নিকলাস পুরানকে।

 

পাওয়ারপ্লে শেষের আগেই তিন উইকেট খুইয়ে বসা উইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরপরই আরও দুই উইকেট খুইয়ে কোণঠাসা হয়ে পরে বরং। দশ ওভার শেষ হওয়ার ঠিক আগে অধিনায়ক রভম্যান পাওয়েল রিশাদ হোসেনের শিকার বনে যান।

 

এরপরও উইন্ডিজ আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছিল রোমারিও শেফার্ড আর গুডাকেশ মোটির জুটিতে ভর করে। মোতির বিদায়ে এই জুটি ভাঙে রিশাদের করা ১৫তম ওভারে। সে ওভারে আলজারি জোসেফকেও শিকার করেন রিশাদ। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে শেফার্ড বিদায় নেন নবম ব্যাটার হিসেবে। উইন্ডিজের সব আশা শেষ হয় সেখানেই। এরপর ওবেদ ম্যাকয়কে বোল্ড করে তাসকিন আহমেদ জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। বাংলাদেশ ৮০ রানের বিশাল এক জয় তুলে নেয় তাতে। ২০২৪ এর শেষ দল রাঙায় মধুর এক সিরিজ জয় দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com