1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ধর্মপ্রাণ মুসল্লী শিক্ষার্থীদের জনস্রোতে সম্পন্ন

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ধর্মপ্রাণ মুসল্লী শিক্ষার্থীদের জনস্রোতে সম্পন্ন

মোহাম্মদ মাসুদ

ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল হাজার চট্টগ্রামসহ সারা দেশ অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী শিক্ষার্থীদের হাজার হাজার জনস্রোতে নানা ধারাবাহিক আয়োজনে অত্যন্ত সুশৃংখল সফল সুন্দরভাবে সু-সম্পন্ন হয়েছে।

দেশের সর্ববৃহৎ দ্বীনী ইদারা, উম্মুল মাদারিস প্রতিষ্ঠান আল-জামিয়াতুল দারুলউলুম মইনুল ইসলাম ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঐতিহাসিক বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন সম্পন্ন হয়।

শুক্রবার (২১ নভেম্বর) মাহফিল শেষে এশার নামাজের পর পাগড়ি দেওয়া হয়। মাহফিলে জামিয়ার বিশাল প্যান্ডেলে স্থানীয় এলাকা অঞ্চল বিভাগ ছাড়িয়ে দেশের সর্ব প্রান্ত থেকে হাজার হাজার শ্রোতারা মাহফিল শ্রবণ করেন।

এতে সম্মানিত মাননীয় ধর্মীয় উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন সহ দেশের গণ্যমান্য আলেম-ওলামাাগণ বরেণ্য ব্যক্তিবর্গ সর্র্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন করেন। জামিয়ার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করেছে।

গত কাল বৃহস্পতিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কেফায়াতুল্লা হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর ইশা প্রথম সেশনে গত ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষের ফারেগ হওয়া তরুণ আলেমদের একাংশকে পাগড়ি দেওয়া হয়।

অবশিষ্ট ফারেগীনদেরকে শুক্রবার (২১ নভেম্বর) মাহফিল শেষে এশার নামাজের পর পাগড়ি দেওয়া হয়।

বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মুসলিম ও আলমেরা মাহফিলে আশা শুরু করে। শুক্রবার দুপুর হতে হতে মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার প্রায় অর্ধলক্ষ্যাধিক মুসল্লী, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি জুমার নামাজ আদায় করে ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশগ্রহণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার উলামা-মাশায়েখ ও মুসল্লি মাদ্রাসা ক্যাম্পাস, স্থানীয় আবাসিক হোটেল ও আশ-পাশের এলাকায় অবস্থান করে। সম্মেলনের আগের দিন বিশাল সামিয়ানা স্থাপন, স্টেজ নির্মাণ ও মুসল্লীদের বসার ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই উৎসবমুখর অবস্থা বিরাজ করে।

মাহফিলে আগত সম্মানিত বক্তাগণ ও বরেণ্য হুজুররা বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজ, রোজা, হজ, যাকাতকের উপর গুরুত্ব দিতে বলছে সাধারণ মুসলিমদের। হুজুররা আরো বলেন নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব।

দেশের সর্ববৃহৎ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ কুরআন-হাদীস ভিত্তিক বক্তব্য রাখেন।
সম্মেলনের সার্বিক কামিয়াবী ও সুষ্ঠু ব্যবস্থাপনার সকলের সহযোগিতা ও দোয়া কামনায় মুসলিম জাহানের দেশ ও জাহানের সকলের সুস্থতা দীর্ঘায়ু শান্তি কামনায় সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com